ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা, অত্যাচারে ঘরছাড়া বাবা-মা

প্রশান্তি ডেক্স ॥ বগুড়ার গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদের মারধর ও ভয়ভীতির কারণে তার বৃদ্ধ বাবা-মা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতার বাবা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুকের বাবা তোজাম্মেল ফকির বলেন, তার ছেলে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমেদ কারণে-অকারণে তাকে ও তার মাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন চালিয়ে আসছেন। এ কারণে জেলা স্বেচ্ছাসেবক লীগ বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবক লীগ ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে বহিষ্কার করে। পরবর্তীতে ফারুক আহমেদ কৌশলে তার বাবাকে ফুসলিয়ে অভিযোগ তুলে নেন।

গত ৭ ডিসেম্বর বিকেলে ফারুক তার স্ত্রী, সন্তান ও সহযোগীদের নিয়ে বাড়িতে এসে পুনরায় বাবা-মাকে মারধর করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই নিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় ১৫ ডিসেম্বর আদালতে মামলা করেন বাবা তোজাম্মেল ফকির। মামলা দায়েরের পর বেপরোয়া হয়ে ওঠেন ছেলে। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। বাড়িতে উঠতে দিচ্ছেন না। আত্মরক্ষার্থে বাবা তোজাম্মেল ফকির ও তার স্ত্রী আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছেন।

ফারুক আহমেদের বলেন, ‘তার বাবা-মা সহজ সরল ও অর্ধশিক্ষিত মানুষ। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি গাবতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং ২৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে তার সহজ সরল বাবা-মাকে ভুলবুঝিয়ে সামাজিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তার দাবি, এর আগেও ষড়যন্ত্র করা হয়েছিল। যা পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা সরেজমিন তদন্ত করে সত্যতা পেয়েছেন।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত জানান, তিনি বিষয়টি জানেন। ফারুক আহমেদকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি বাবা-মার ওপর নির্যাতন করেই গেছেন। তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, মারপিট বা বাড়ি থেকে বের করে দেয়ার বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও হয়নি।

Leave a Reply

Your email address will not be published.