৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’

নাহিদা আক্তার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত বুধবার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
গত মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে নেতা-কর্মীদের সকাল সাড়ে ১১টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেই অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মধুর ক্যানটিন থেকে শোভাযাত্রা শুরু হয়েছিল। এ ছাড়া জেলা, উপজেলা, মহানগর ও থানা ইউনিটগুলো স্বাস্থ্যবিধি মেনে সুবিধাজনক সময়ে শোভাযাত্রা ও মিছিল করে গনতন্ত্রের বিজয় আনন্দ উদযাপন করেছে।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি-সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published.