ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; জননেত্রী শেখ হাসিনার গনতন্ত্রায়ন এবং বাংলাদেশকে একটি গনতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করার যে প্রচেষ্টা তাকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্রে এখনো লিপ্ত বিএনপি জামাত । ২০১৪ সালে বিএনপি-জামাত চেয়েছে নির্বাচন যেন না হয়, কারন নির্বাচন না হওয়া মানে গনতন্ত্রের ব্যাঘাত ঘটা। দেশে গনতন্ত্র অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (৩০ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গনতন্ত্রের বিজয় দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় আইনমন্ত্রী উপজেলার দলীয় নেতাকর্মীদের মধ্যে যে বিভেদ রয়েছে তা ভুলে গিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মো.আজহারুলন ইসলাম,রুহুল আমিন ভ’ইয়া বকুল, পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন ও যুগ্ম-আহ্বায়ক কাজী মানিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কাউন্সিলর মো.আবু জাহের। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।