প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রে জর্জিয়ায় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ইতিহাস তৈরি করেছেন আটলান্টায় ইবেনেজার ব্যাপটিস্ট চার্চের সিনিয়র যাজক রেভারেন্ড রাফায়েল ওয়ার্নক। তিনি জর্জিয়া থেকে প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হয়েছেন। সেইসাথে, ওয়ার্নক গত ২০ বছরের মধ্যে সিনেটে নির্বাচিত প্রথম জর্জিয়ান ডেমোক্র্যাট। রিপাবলিকান ও ডেমোক্রেটদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী কেলি লফলারের বিপরীতে জয় লাভ করেন ৫১ বছর বয়সী ওয়ার্নক। তার জয়কে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে সিবিএস নিউজ, এনবিসি, দ্য গার্ডিয়ানসহ অন্যান্য প্রভাবশালী সংবাদ মাধ্যম। নিজের বিজয় সম্পর্কে ইউটিউবের একটি ভিডিও বার্তায় ওয়ার্নক গত বুধবার বলেছেন, ‘আমাদের বলা হয়েছিল যে আমরা এই নির্বাচনটি জিততে পারব না। তবে আজ রাতে আমার প্রত্যাশা, কঠোর পরিশ্রম এবং আমাদের পাশে থাকা জনগণকে সাথে নিয়ে প্রমাণ করেছি, যেকোনও কিছুই সম্ভব। আমার গল্পটি এমন কিছু অল্প বয়স্ক ব্যক্তির অনুপ্রেরণা হয়ে উঠুক যিনি আমেরিকান স্বপ্নকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন।’
সিএনএনের সর্বশেষ খবর অনুযায়ী, ডেমোক্র্যাট ওয়ার্নক ৫০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। এর বিপরীতে রিপাবলিকান লফার পেয়েছেন ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট। অন্যদিকে, রিপাবলিকান ডেমোক্রেট পের্ডু পেয়েছেন ৫০ দশমিক ১ শতাংশ ভোট, এর বিপরীতে ডেমোক্রেট প্রার্থী অসফও পেয়েছেন ৪৯ দশমিক ৯ শতাংশ। পের্ডু এবং ওসফের নির্ভর করছে যে, সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাবে। কংগ্রেসের উভয় কক্ষেরই নিয়ন্ত্রণ পেতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টিকে দুটি আসনেই জিততে হবে। অন্যদিকে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে একটি আসনে জিততে হবে। তবে, ওয়ার্নকের বিজয় নিশ্চিত হলেও, নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন যে, পের্ডু এবং ওসফের চুড়ান্ত ফলাফলের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হতে পারে।
উল্লেখ্য, জর্জিয়া রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হলেও এবার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন এ রাজ্যে ট্রাম্পকে প্রায় ১২ হাজার ভোটে হারিয়েছেন এবং ১৯৯২ সালের পর গত বছর প্রথমবারের মতো রাজ্যটিতে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন। সূত্র: সিএনএন, সিবিএস নিউজ।