প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ অবশেষে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিলো মার্কিন কংগ্রেস। জো বাইডেনকে নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং কমলা হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিবিসি এ তথ্য জানায়। ইলেকটোরাল ভোটে জয়ী হয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র (জো বাইডেন। গত বৃহস্পতিবার কংগ্রেস ও সিনেটের যৌথ সভায় বাইডেনের জয়কে প্রত্যয়িত করে।
একদিন আগেই মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতি পাওয়ার কথা ছিল। গত বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা সেখানে ঢুকে সশস্ত্র হামলা চালান। এ ঘটনায় অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন। সেসময় অধিবেশন স্থগিত হয়ে গেলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর তা আবারও শুরু হয়। এই ঘটনার পর ট্রাম্পকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তার দল রিপাবলিকানের নেতারাই।
এতে মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টিটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। এদিকে,যুক্তরাষ্ট্রের কংগ্রসে জো-বাইডেন ইলেকটোরাল কলেজে বিজয়ী এমন প্রত্যয়নের পর ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট ইতিহাসের প্রথম অধ্যায়ের সমাপ্তি হলো। ট্রাম্প বলেন, যদিও আমি নির্বাচনের ফলাফলের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি; তা সত্ত্বেও আগামী ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তিনি আরও বলেন, আমি সর্বাদা বৈধ ভোট গণণার কথা বলেছি। আর সেটা নিশ্চিত করতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেবেন বাইডেন। তবে এখনো ক্ষমতা হস্তান্তর বা ছাড়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি ট্রাম্প।