বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

প্রশান্তি ডেক্স ॥ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির অন্তর্ভুক্ত নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যর্থ ও অযোগ্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগানমুখর মিছিলগুলো থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ থানার বিএনপি নেতা ও ২০ নং ওয়ার্ড সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সম্মুখ সড়কে মিছিল অনুষ্ঠিত হয়। রমনা থানা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মোতালেব রুবেলের নেতৃত্বে মৌচাক মার্কেট থেকে শুরু হয়ে মগবাজার হয়ে বেইলি রোডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কদমতলী থানার বিএনপি নেতা রবিউল ইসলাম দিপু, দেলোয়ার হোসেন ফারুকের নেতৃত্বে ধোলাইপাড় সড়কে বিক্ষোভ মিছিল হয়। নগর বিএনপির যুগ্ম সম্পাদক ও শ্যামপুর থানার সভাপতি আ ন ম সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিল করে।
নগর বিএনপির সহসভাপতি ও ডেমরা থানার সভাপতি জয়নাল আবেদীন রতন ও নগর বিএনপির সহসাধারণ সম্পাদক আকবর হোসেন ভূইয়ার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ও খিলগাঁও থানার সভাপতি ইউনুস মৃধার নেতৃত্বে খিলগাঁও থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বংশাল থানা বিএনপির সভাপতি তাজ উদ্দিন তাইজু ও সাধারণ সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমেদের নেতৃত্বে নয়াবাজারের বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। সূত্রাপুর ও ওয়ারী থানা বিএনপির যৌথ উদ্যোগে রায়সাহেব বাজার থেকে শুরু করে টিপু সুলতান রোডে মিছিল করা হয়। এছাড়া কলাবাগান, কোতোয়ালী, কামরাঙ্গীচর, গেন্ডারিয়া, মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, ধানমন্ডি, নিউমার্কেট, হাজারীবাগ এবং লালবাগ থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক বলেন, বাড্ডা থানা বিএনপির উদ্যোগে উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপির উদ্যোগে মোহাম্মদপুর শিয়া মসজিদ কেন্দ্রীয় কলেজের সামনে মানববন্ধন করা হয়। এছাড়া খিলক্ষেত থানা বিএনপি লেক সিটি, রূপনগর থানা বিএনপির দুয়ারীপাড়া ঢালে, রামপুরা থানা বিএনপি রামপুরা বাজার, বনানী থানা বিএনপি বনানী কাঁচাবাজার, গুলশান থানা বিএনপি সুবাস্তু টাওয়ার, কাফরুল থানা বিএনপি কাজীপাড়া বাসস্ট্যান্ড মাদরাসা, পল্লবী থানা মিরপুর-১০ পপুলারের সামনে, মোহাম্মদপুর থানা বিএনপির মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, হাতিরঝিল থানা জনকণ্ঠ ভবন, শেরে বাংলা নগর থানা বিএনপির পান্থপথ শমরিতা হাসপাতাল, শাহআলী থানা বিএনপি ঈদগাহ মাঠের সামনে, ক্যান্টনমেন্ট থানা বিএনপির ইসিবি চত্বর, দারুস সালাম থানা বিএনপির সিটি কলোনি পর্বত হলের সামনে মানববন্ধন করেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে থানায় থানায় মানববন্ধন কর্মসূচি পালন করার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকি সবাইকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published.