সাইফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার॥ গুলিস্তনের রাস্তা ফুটপাতের দখলে, যেখানে একজন মানুষ ভালো করে হাটতে পারে না, সেখানে গাড়ি চলাচল প্রায়ই অসম্ভব। ফুটপাতের ব্যাবসায়ীরা পুরো রাস্তা দখল করে ব্যাবসা করছে। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ জনগণের।
জনগণের হাটা চলা চলতে ঐ রাস্তা বন্ধ করেই। তাতে আবার দোকান, রিক্সা, ভ্যান, আটো টমটমসহ নানান অত্যাচার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেখার কেউ নেই। মগের মুল্লুকের চেয়েও অধম। ঐ এলাকায় মানুষকে মানুষ হিসেবে গণ্য করা হয় না। তারপরও মানুষ ঐ রাস্তায় যাতায়ত করে এমনকি কেউ কেউ কেনা কাটাও করে আবার কেউ কেউ প্রয়োজনীয় কাজের জন্য ঐ রাস্তা ব্যবহার করে গমনাগমন করে থাকেন। তবে ঐ রাস্তায় যাতায়তে রয়েছে সমূহ বিপদ। কিন্তু কি আর করা… বিপদ জেনেও জীবনের ঝুকি নিয়ে মানুষের যাতায়ত।
আমাদের অনুরোধ ঐ রাস্তা মুক্ত করা হউক; রাস্তা এবং ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হউক; রাস্তায় যান চলাচলের শৃঙ্খলা আনয়ন করা হউক। দয়া করে ডিজিটাল সরকার ঐ রাস্তা ও ফুটপাতে ডিজিটাল ছোয়ায় ভরিয়ে তুলুক। উন্নত বিশ্বের আদলে ঐ এলাকাকে রূপদান করা হউক। এই দাবিকে সম্মান জানিয়ে অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।