দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের সাজা বহাল

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ ক্ষমতার অপব্যবহার ও বলপ্রয়োগের দোষী সাব্যস্ত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক জিউন-হাইয়ের ২০ বছরের কারাদন্ডের সাজা বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট। গত বছরের জুলাইয়ে তাকে ৩০ বছরের সাজা দিয়েছিলেন আদালত। গত বৃহস্পতিবারের রায়ে সেই মেয়াদ কমিয়ে ২০ বছর করা হয়। তবে তার সাজা কমানোর বিরুদ্ধে আপিল করার চেষ্টা করছেন কৌঁসুলিরা। দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট পার্ককে দুর্নীতির দায়ে ২০১৭ সালে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেন পার্ক। এর পর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে। বন্ধু চোই সুন-সিল পার্কের সঙ্গে সম্পর্কেরসুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে সাড়ে ৬৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে।
ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। অভিযোগে বলা হয়, পার্ক এসব ফান্ড থেকে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
অভিশংসনের শিকার হওয়া প্রথম গণতান্ত্রিক নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন পার্ক। গত বৃহস্পতিবারের রায়ে আদালত তার ১৮ বিলিয়ন ওয়ান জরিমানার সাজাও বহাল রেখেছে। আর এটিই এ মামলার চূড়ান্ত রায় বলে খবরে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.