মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মরণে কসবায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মরণে গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার সৈয়দাবাদ গ্রামে জমকালো আয়োজনে আনন্দঘন পরিবেশে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে ফাইনাল টুর্ণামেন্ট। সৈয়দাবাদ খান স্পোটিং ক্লাবের উদ্যোগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলী ও কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়া স্মৃতি স্মরণে গত ৬ ডিসেম্বর এই ব্যাডমিন্টন টূর্ণামেন্ট শুরু হয়। খেলায় বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহন করে। টুর্ণামেন্টে সৈয়দাবাদ খান স্পোটিং ক্লাব ও বাদৈর স্পোটিং ক্লাব ফাইনালে উন্নীত হয়। গতকাল বুধবার রাতে টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সৈয়দাবাদ খান স্পোটিং ক্লাবকে ৩-২ ম্যাচে হারিয়ে বাদৈর স্পোটিং ক্লাব বিজয় লাভ করে। খেলা পরিচালনায় ছিলেন মো.ইকরাম চৌধুরী ও এনামুল হক খান। সৈয়দাবাদ গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা আওয়ামী স্বে”্চাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক ও সৈয়দাবাদ এএস মনিরুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুল আলম খান বেদন, কসবা পৌর কাউন্সিলর মো.আবু জাহের, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, যুবলীগ নেতা তারেক মাহমুদ, বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মো.কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম মানিক, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মানিক, উপজেলা স্বেচ্চাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক আলী রেজা পলাশ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোহাম্মদ এমরাহান, সাবেক সহসভাপতি মো.ইব্রাহীম। সঞ্চালনায় ছিলেন বিনাউটি ইউপি ছাত্রলীগ সভাপতি মো.শাহরিয়া। পুরো টুর্ণামেণ্ট সহযোগীতায় ছিলেন খান স্পোটিং ক্লাব সদস্য আশিকুল ইসলাম, পারভেজ খান, রবিউল্লাহ খান,সুমন খান,নাহিদ খান, হৃদয় খান ও সজল খান। খেলা শেষে অতিথিগন বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published.