প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ নতুন বছরের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ল ইন্দোনেশিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর গত শুক্রবার ভোরে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশটির সুলাওয়েসি আইল্যান্ড। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কম্পনের মাত্রা ছুঁয়েছে ৬.২ রিখ্টার স্কেল । গত বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯। এসময় আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
এদিন রাতের ভূমিকম্পের তীব্রতায় মামুজু শহরের মিত্র মানাকারা হাসপাতাল ভেঙে পয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন রোগী, চিকিৎসক ও নার্সর। জানা গেছে, উদ্ধার কাজ শুরু হলেও এখনও এক ডজনেরও বেশি রোগী এবং হাসপাতাল কর্মী আটকে রয়েছেন ধ্বংসস্তুপের নিচে। ওই মৃত্যু হয়েছে ৩ রোগীর। তবে ঠিক কতজন সেখানে চাপা পড়েছেন রয়েছেন, তার সঠিক হিসেব নেই কর্তৃপক্ষের কাছে।
গত শুক্রবার সকালের ভূমিকম্পেও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৭০০ মানুষ গুরুতর আহত। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বহু বড় বাড়ি এবং উঁচু নির্মাণে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনও সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তবে সুনামির আশঙ্কা এখনই নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সুলাওয়েসি আইল্যান্ড যাওয়ার জন্য যতগুলো রাস্তা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ব্রিজ ভেঙে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। ভূমিকম্পের জেরে তিনটি জায়গা থেকে ভূমিধসের খবরও পাওয়া গিয়েছে। সূত্র: বিবিসি, এনডিটিভি, গাল্ফ নিউজ