প্রশান্তি স্পোর্স্ট ডেক্স ॥ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে ফিরেছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফিল ফোডেন। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বিরতির আগে দলকে এগিয়ে নেন ফোডেন। বাঁ দিক থেকে ডে ব্রুইনের পাস ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন এই ইংলিশ মিডফিল্ডার। অবশ্য ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু যোগ করা সময়ে ডি-বক্সে ডে ব্রুইনেকে সফরকারী গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে স্পট কিকে বল উড়িয়ে মেরে হতাশ করেন রাহিম স্টার্লিং। লিগে ১৬ ম্যাচে নয় জয় ও পাঁচ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে সিটি। ১৭ ম্যাচে তাদের সমান পয়েন্ট করে নিয়ে লেস্টার সিটি চারে ও এভারটন পাঁচে আছে। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শিরোপাধারী লিভারপুল দুইয়ে, ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড শীর্ষে আছে। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে ব্রাইটন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post