প্রশান্তি ডেক্স ॥ বাবা ও মায়ের অনেক আশা ছিল একদিন ছেলে বড় অর্থোপেডিক চিকিৎসক হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু তাদের সে স্বপ্ন অধরাই রয়ে গেল। মা-বাবার অনেক দিনের লালিত বুকভরা স্বপ্ন পূরণ করতে পারলেন না শিক্ষানবিশ অর্থোপেডিক চিকিৎসক মো. শাওন আহাম্মেদ। ঢাকার ধামরাইয়ে আরিচা মহাসড়কের এক দুর্ঘটনায় ঢাকার ট্রমা সেন্ট্রারের শিক্ষানবিশ এই চিকিৎসক মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন আহাম্মেদ উপজেলার নান্নার গ্রামের ডা. মো. সাজাহান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন প্রতিদিনের মতো মহাসড়কের ডাউটিয়া নতুনবাজারে মামা মো. আলী আকবরের ফার্মেসিতে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের সুতিপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি যাত্রীবাহী বাস হঠাৎ করে থামায়। এ সময় ওই বাসের পেছনে সজোরে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ মহাড়কের ওপর পড়ে যায় শাওন। এ সময় পেছন থেকে দ্রুতগতির ইটভাটার মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই শাওন মারা যায়।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করতে পারেনি পুলিশ ও স্থানীয় জনতা। তবে ওই গাড়ি দুটি দ্রুত আটক করা হবে বলে নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, শাওন আহাম্মেদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। নিহত শাওনের বাবা ডা. সাজাহান মিয়া বলেন, আমাদের আশা ছিল ছেলে বড় অর্থোপেডিক ডাক্তার হবে। আমাদের ভাগ্যের এমন নির্মম পরিহাস একটি দুর্ঘটনায় সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেল।