সাইফুল ইসলাম, ষ্টাফ রিপোর্টার ॥ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জীবনের যুকি নিয়ে পথ চলা এখন নিয়মে পরিণত হয়েছে। মানুষ তার নিজের জীবনের তোয়াক্কা না করে বরং ড্রাইভারের উপর জীবনের দায়িত্ব দিয়ে পথ চলা অভ্যাসে এমনকি নিয়মে পরিণত করেছে। এই অবস্থার উত্তরণের জন্য আইন এবং শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভুমিকা নগন্য। যদিও তারা তাদের দায়িত্ব পালনে সচেতনতার উপর জোরদিচ্ছে কিন্তু বাস্তবে এর ফল উল্টো হচ্ছে। জরিমানা এবং শারিরীক সাস্থির বিধানেও যেন কোন কাজ হচ্ছে না। বরং মানুষ তার নিজস্ব গতিতে অন্যায় এমনকি নিজের জীবন বিপন্ন করে পরিবারের স্থায়ী ক্ষতি সাধন করতে মরিয়া হয়ে উঠেছে।
উপরে ফুট ওভার ব্রীজ থাকা স্বত্বেও জীবনের ঝুকি নিয়ে পারাপার হচ্ছে পথচারিরা। আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা জেনেও রাস্তা পারাপার হচ্ছে। দুর্ঘটনা এড়াতে হলে আমাদের প্রত্যেককে শতর্কতা অবলম্বন করতে হবে। আসুন আমরা নিজেরা সর্তক হয় এবং অন্যদেরকেও সতর্ক করি। সতর্কতার কোন বিকল্প নাই। আমরা নিজের চিন্তা না করলেও আমাদের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্কতার সাথে চলাচল করার অভ্যাস শুরু করি। দেশ ও দশের এমনকি পরিবারের কল্যাণে নিজেদেরকে সুরক্ষা করে সামনে এগিয়ে যাই।
অনলাইন ডেস্ক প্রকাশ : ২১ জানুয়ারি, ২০২১ ১৫:৫৮অনলাইন ভার্সন