কসবায় আওয়ামী লীগ নেতাকে ২ লক্ষ টাকা জরিমানা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ ড্রেজারে মাটি কাটায় গ্রামের কবরস্থান ধ্বসে যাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে ভ্রাম্যমান আদালত ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি বশির আহাম্মদকে ২ লাখ টাকা জরিমানা করেন । এসময় অবৈধ ড্রেজারের মালামাল জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার নিমবাড়ী গ্রামে আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ ড্রেজারে মাটি কাটার ফলে গ্রামবাসীর পুরাতন কবরস্থানটি ধ্বসে যায়। গ্রামবাসী বাধা দিলেও কারো কথায় কর্নপাত করেনি বশির আহাম্মদ। নিরুপায় হয়ে গ্রামের লোকজন উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলে গত বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন। পরে ২ লাখ টাকা পরিশোধ করে খননকৃত গর্ত ও ধ্বসে পড়া কবরস্থান মাটি দিয়ে পুনরায় ভরাট করে দেবেন এই মর্মে মুচলেকা দেন আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ। এ সময় সাথে ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন ভ’ইয়া ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো.মঈনুল হোসেন সহ ইউপি সদসগন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম বলেন; অবৈধ ড্রেজারে মাটি কাটা ও পাশ্ববর্তী কবরস্থান ধ্বসে পড়ায় অভিযোগ হওয়ায় মাননীয় আইনমন্ত্রীর নির্দেশে নিমবাড়ী গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্ত বশির আহাম্মদকে জরিমানা করা সহ ড্রেজারের যাবতীয় মালামাল জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.