প্রশান্তি স্পোর্স্ট ডেক্স ॥ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান জারমাইন ব্ল্যাকউড। ইংল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাটিং সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক জানান, বিরাটের সঙ্গে কথোপকথন তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং মানসিকতার উন্নতি করতে সহায়তা করেছে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজে নামার আগে বিরাট স্তুতি শোনা গেল ব্ল্যাকউডের গলায়। গত বছর ইংল্যান্ড সফরে দুইটি হাফ-সেঞ্চুরিসহ ২১১ রান করেছিলেন ব্ল্যাকউড। সিরিজে ওয়েস্ট ইন্ডিজ হারলেও ব্যাটে সাফল্য পেয়েছিলেন তিনি। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দুই টেস্টের সিরিজে ভালো খেলেছিলেন ব্ল্যাকউড।
২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের দলেও ছিলেন ব্ল্যাকউড। কিন্তু ভারত যখন শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল তখন কোহলির সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি। তারপর থেকেই তার ব্যাটিং মানসিকতা বদলে গেছে বলে জানান ২৯ বছরের এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) ব্ল্যাকউড বলেন, আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে আমার সত্যিই খুব বেশি কথোপকথন হয় না। আমি সোশ্যাল মিডিয়ায় কয়েকবার বিরাট কোহলির সঙ্গে কথা বলেছি। শেষবার ভারত যখন ক্যারিবীয় সফর করেছিল, তখন আমি বিরাটের সঙ্গে জামাইকাতে কথা বলার সুযোগ পেয়েছিলাম। খেলার পরে আমাদের মধ্যে অল্পক্ষণ কথাবার্তা হয়েছিল। আমি বিরাটকে জিজ্ঞাসা করেছিলাম, আমার অনেক হাফ-সেঞ্চুরি রয়েছে, কিন্তু সেঞ্চুরির সংখ্যা মাত্র একটি। বিরাট বলেছিল, সেঞ্চুরি করতে তোমাকে আরও বেশি বল খেলতে হবে।
তিনি আরও বলেন, এই কথোপকথনের পরে, আমি নিজেকে বলি, যেখানে আমি ২০০ থেকে ৩০০ বল খেলতে পারি, সেখানে কেন করব না। আমি যেভাবে ব্যাট করি, কার বিরুদ্ধে খেলছি বা কোথায় খেলছি তা নির্বিশেষে রান সংগ্রহ করতে পারি।