যোগ্য উত্তরাধির যোগ্য জবাব

সংসদ সদস্যদের যোগ্যতা এবং আইন প্রণয়নের ক্ষমতা ও বৈশ্বিক জ্ঞান এর সঙ্গে দেশীয় জ্ঞানের উর্বরতাা উৎকর্ষ দিয়েই পরিমাপিত হয়েছে আর আগামীতেও হবে। তাই এতোদিন সংসদে যে যুক্তি, তর্ক এবং জ্ঞান ও এর উপস্থিত বুদ্ধির সঙ্গে ঐতিহাসিক দৃষ্টান্ত উপস্থাপন অনুপস্থিতি পরিলক্ষিত হয়েছিল তা আবার ফিরে এসেছে নতুন ইতিহাসাকারে। আর ঐ ইতিহাসের স্বর্ণোজ্বল অধ্যায় রচনাকারী ব্যক্তি আমাদের প্রীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী এডভোকেট আনিছুল হক। আমরা হারিয়েছি সংসদ কাপানো বক্তা এবং ইতিহাস প্রবক্তাদের কিন্তু আবার ফিরেও পেয়েছি তাদেরকে নতুনের মাঝে। সেই এডভোকেট সিরাজুল হক বচ্চু মিয়া, সুরঞ্জীত সেন গুপ্ত, আবদুস সামাম আজাদ এবং আবদুর রাজ্জাকসহ যারা গত হয়েছিল এবং এদের অভাব পরিলক্ষিত হয়েছিল দলে এমনকি দেশে ও সংসদে। সেই মহান নেতাদের যোগ্য উত্তরসূরী হিসেবে দলে, দেশে এবং সংসদে সবিস্তারে দাপিয়ে বেড়াচ্ছেন আনিছুল হক সাহেব। সংসদে প্রাণবন্ত বক্তব্য, যুক্তি উপস্থাপন ও খন্ডন, কাব্য, কবিতা ও গদ্যের তেজস্মীয়তাই দগ্ধ এখন নেতিবাচক পরাজিত শক্তির দোসররা। বিগত দিনগুলিতে এই মহান ব্যক্তিটির কৃত্তি দেখেছে দেশবাসী।
গত ২৭/০১/২০২১ তারিখ সংসদ অধিবেশনে আইন পাসের পূর্বের বক্তব্য এবং যুক্তি খন্ডন পর্বের সময় বেধে দেওয়া বক্তব্যগুলি জাতিকে সতেজতা দিয়েছে, পথ দেখিয়েছে এবং মিথ্যার ফুলঝুড়ি এমনকি ফাঁকা বুলিকে ইতিহাস এবং যুক্তি ও বাস্তবতা দিয়ে পরাজিত করে আশা এবং সত্যের জয় প্রতিষ্ঠিত করার গর্বকে আরো বাড়িয়ে দিয়েছেন। কি ছিলনা তার সময় বেঁধে দেওয়া বক্তব্যে। ইতিহাস, যুক্তি, দৃষ্টান্ত, চক্রান্তকারীর চক্রান্ত ফাসের সঠিক ইতিহাস, বাস্তবতা এবং আগামীর দৃঢ়চেতা কর্তব্য ও গন্তর্ব। যুক্তি ও ইতিহাস নির্ভর প্রাণবন্ত মার্জিত এবং পরিশিলীত বক্তব্যগুলো শুনলে এবং দেখলে প্রাণটা জুরিয়ে যায়। নতুনকে শিখার বিষয়ে পথ দেখায় ঐ আগুণঝড়া তুখোড় সময়োচিত বক্তব্যগুলো। বিএনপি দলীয় এমপি হারুনের বক্তব্যের শুদ্ধাচার এবং মার্জিত জবাবে সত্যকে ফুটিয়ে তুলেছেন ইতিহাসের যুক্তিনির্ভরভাবে এমনকি আগামীর নীড়িখে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে। অসাধারণ এবং চমৎকার চমৎকারিত্ব দেখিয়েন জনাব হক সাহেব। শুধুই কি তাই… বিএনপির আরেক সদস্যা জনাবা ফারহানা যে ব্যঙ্গাত্মক ভাষায় কবিতাকারে কথা বলেছেন তারও জবাব সংক্ষিপ্ত গদ্যাকারে দিয়েছেন আমাদের প্রীয় অহৎকার আনিছুল হক শ্যানন সাহেব। জনাব হক সাহেব এগিয়ে যান শুধু আমি নই পুরো জাতিই আপনার সঙ্গে রয়েছে।
বঙ্গবন্ধুর যোগ্য উত্তসূরীর যোগ্য ছায়াসঙ্গি হিসেবে দেশকে, দলকে এবং শেখ হাসিনার সরকারকে সামনে আরো বহুদূর এগিয়ে নিয়ে যান। নির্ভয়ে অকোতভয় বীরের ভুমিকায় অবতীর্ণ থেকে স্বপ্নের সোনার বাংলা সুপ্রতিষ্ঠীত করে আগামীর তরে রেখে যান। আল্লাহ আপনাকে আরো দীর্ঘায়ূ দান করুক এবং সুস্থ্য সবল রেখে জাতির সেবায় নিয়োজিত রাখুক এই কামনাই করি।

Leave a Reply

Your email address will not be published.