প্রশান্তি ডেক্স ॥ মাগুরা সদর উপজেলার রাউতড় াগ্রামের নাসির এগ্রো ফার্মের মালিক নাসির আহম্মেদ সিডলেস বা বীজবিহীন কুল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। দেশে এই প্রথম মাগুরায় এর সফল চাষ হলো। এই কুল এখন বাজারে বিপণন শুরু হয়েছে। চারা বিক্রি করেও লাভবান হচ্ছেন নাসির। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক বলেছেন, নাসির কৃষিকে বাণিজ্যিকীকরণের পথে সফল হয়েছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে এ জাতটি সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইউটিউব থেকে বীজবিহীন এই কুলের সন্ধান পান নাসির। গত বছরের এপ্রিলে ভারত থেকে দুই হাজার চারা সংগ্রহ করে তার চার একর জমিতে রোপণ করেন। চার-পাঁচ মাসের মধ্যে গাছে ফুল আসে। পরে তা থেকে প্রচুর পরিমাণে কুল ধরে। বর্তমানে পাকতে শুরু করেছে। এই কুল এখন তিনি বাজারে সরবরাহ শুরু করেছেন। এর মধ্যে দুই একর জমির কুল তিনি ছয় লাখ টাকায় স্থানীয় এক বেপারির কাছে বিক্রি করেছেন। বাকি দুই একর জমির কুল বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের কাছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দামে বিক্রি করছেন। নাসির জানান, চার একর জমিতে এ কুল চাষে প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। উৎপাদিত কুল ১০ লাখ টাকা ও কলমের মাধ্যমে তৈরি করা প্রায় পাঁচ হাজার চারা থেকেও কয়েক লাখ টাকা তিনি আয় করবেন বলে আশা করছেন। প্রতিটি চারা তিনি ৫০ টাকায় বিক্রি করছেন। মশিউর রহমান, মিন্টু মিয়াসহ বেপারিরা বলছেন, তারা এ কুল কিনে স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা, মানিকগঞ্জ, সাভার, বাইপাইল, কারওয়ান রাজারে নিয়ে বিক্রি করছেন। বাজারে এ কুলের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। সদরের হাজরাপুর, হাজিপুর ইউনিয়নের শওকত হোসেন, জাহাঙ্গীর আলমসহ একাধিক কৃষক বলছেন, নতুন জাতের এ সিডলেস কুলের চাষ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post