প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত চরম উগ্রবাদী ‘প্রাউড বয়েজ’-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে কানাডা সরকার। বাইরের কোনো দেশ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ উগ্রবাদীদের এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করল। গত ৩ ফেব্রুয়ারি কানাডা সরকার এক ঘোষণায় বলে, ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ধ্বংসাত্মক কাজে প্রাউড বয়েজ মূল ভূমিকা রেখেছে। ট্রাম্পের চরম রক্ষণশীল কর্মকান্ডের একান্ত সমর্থক হিসেবে প্রাউড বয়েজ সম্প্রতি পরিচিত হয়ে ওঠে। গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে যুক্তরাষ্ট্রজুড়ে শ্বেতাঙ্গ চরমপন্থী ও উগ্রবাদীদের সহিংস কর্মকান্ডে প্রাউড বয়েজ মুখ্য ভূমিকা পালন করে কুখ্যাতি কুড়ায়। শ্বেতাঙ্গ পুরুষদের নিয়ে গঠিত প্রাউড বয়েজের সমর্থক-সসদ্যদের অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি মহড়া দিতে দেখা যায়।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা করেন ট্রাম্পের উগ্র সমর্থকেরা। ক্যাপিটল হিলে সহিংসতার সর্বাগ্রে ছিল প্রাউড বয়েজ সংগঠনের লোকজন। যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন ক্ষমতা নেওয়ার পর দেশের অভ্যন্তরে প্রাউড বয়েজকে নিয়ে ব্যাপক তদন্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রে জেগে ওঠা শ্বেতাঙ্গ উগ্রবাদীদের প্ল্যাটফর্ম হিসেবে প্রাউড বয়েজ সংগঠনের সদস্যদের ওপর নজরদারি শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন অভ্যন্তরীণ সন্ত্রাসীদের নিয়ে বেশি উদ্বিগ্ন। ট্রাম্পের চার বছরের শাসনামলে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ উগ্রবাদপুষ্ট হয়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজের রাজনৈতিক ভিত্তি হিসেবে এই রক্ষণশীল উগ্রবাদীদের সমর্থন উদারভাবে গ্রহণ করেছেন। তাঁদের পৃষ্ঠপোষকতাও করেছেন। যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বরের নির্বাচনের আগে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, পরিস্থিতি অনুযায়ী প্রাউড বয়েজকে প্রস্তুত থাকতে তিনি নির্দেশ দেবেন। নির্বাচনে জালিয়াতি হবে বলে আগেই বলে রেখেছিলেন তিনি। এই নির্বাচনের ফল মেনে নেবেন না বলে তিনি আগে থেকেই বলছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডাই প্রথম দেশ, যারা প্রাউড বয়েজকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করল।
কানাডার জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, কানাডা সরকার নিজেরাই প্রাউড বয়েজ সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। অনলাইন তথ্যসহ সহিংসতা-উগ্রবাদ নিয়ে প্রাউড বয়েজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে বলে জানান বিল ব্লেয়ার।সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করায় সংগঠনটির কোনো সম্পদ পাওয়া গেলে তা কানাডা বাজেয়াপ্ত করতে পারবে। অবশ্য এই সংগঠনের সদস্য হলেই কেউ অপরাধী হিসেবে বিবেচিত হবেন না। তবে তাঁদের নজরদারিতে থাকতে হবে। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাউড বয়েজ নিজেদের আদর্শে বিশ্বাসী নয়, এমন লোকদের বিরুদ্ধে সহিংসতাকে প্রকাশ্যে উৎসাহিত করেছে। তারা নিজেরা সহিংস কার্যক্রমে যোগ দিয়েছে। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের নাগরিক আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে প্রাউড বয়েজ বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে সভা-সমাবেশ করেছে। তারা আক্রমণ করেছে বলেও কানাডা সরকারের বক্তব্যে বলা হয়েছে। কানাডার জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, প্রাউড বয়েজের মতো অন্তত ১৩টি সংগঠনকে তাঁরা চিহ্নিত করেছেন। তার মধ্যে তিনটির সঙ্গে জঙ্গিগোষ্ঠী আল-কায়দার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। চারটির সঙ্গে আইএসের যোগাযোগে তথ্য পাওয়া গেছে। আর একটির সঙ্গে কাশ্মীরি জঙ্গিদের সম্পৃক্ততার তথ্য রয়েছে।
কানাডার জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ার বলেছেন, কানাডা ধর্মবিশ্বাস, মতাদর্শ ও রাজনৈতিক কারণে কোনো সহিংসতাকে কখনো বরদাশত করবে না। ২০১৬ সালে কানাডায় শ্বেতাঙ্গ উগ্রবাদী গ্যাভিন ম্যাকিনেস প্রাউড বয়েজ নামের গ্রুপটি প্রতিষ্ঠাতা করেন। ২০১৮ সালের দিকে প্রাউড বয়েজ আমেরিকায় তাদের তৎপরতা শুরু করতে সক্ষম হয়। নিউইয়র্কের মেট্রোপলিটন রিপাবলিকান ক্লাবের সভায় ২০১৮ সালে গ্যাভিন ম্যাকিনেসকে বক্তৃতা পর্যন্ত করতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা ট্রাম্প একপর্যায়ে প্রাউড বয়েজের আদর্শের প্রতিভূ হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্রে গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণা সভাগুলোয় প্রাউড বয়েজের সরব উপস্থিতি লক্ষ করা যায়। নির্বাচনের সময় মিশিগান, জর্জিয়া, অ্যারিজোনাসহ বেশ কয়েকটি রাজ্যে এই সংগঠনের লোকজন সশস্ত্র মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। গত ৬ জানুয়ারির আগে ওয়াশিংটন ডিসিতে সংগঠনটি কয়েক দফায় মহড়া দেয়। আর ৬ জানুয়ারি তারা ওয়াশিংটন ডিসি ও ক্যাপিটল হিল ঘিরে রক্তক্ষয়ী সহিংসতায় মেতে ওঠে।