গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে দিল্লি পুলিশের মামলা

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করল ভারতের দিল্লি পুলিশ। সম্প্রতি গ্রেটা কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছিলেন। সেই সূত্র ধরে তারই নামে মামলা দায়ের করল ভারতীয় পুলিশ। তবে মামলার কারণ জানা যায়নি। খবর টিভি নাইন ও ইন্ডিয়া টিভির। গত মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে গ্রেটা ভারতের কৃষক আন্দোলন সম্পর্কিত একটি খবরের লিঙ্ক শেয়ার করেন। সিএনএন-এর সেই লিঙ্ক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দেন তিনি। এতে বিভিন্ন ভারতীয় শিল্পপতিদের ব্যবসা টার্গেট করার কথা বলা হয়। এমনকী কৃষি আইন যদি প্রত্যাহার হয় তাহলেও লড়াই থামবে না, যুদ্ধ সবে শুরু হয়েছে, এই কথাও বলা হয়।
এর জেরেই বিতর্ক শুরু হয়। পরে এই টুইটটি ডিলিট করে দেন গ্রেটা। সেই নথির অ্যাকসেসও সরিয়ে নেওয়া হয়। গ্রেটার আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন আমেরিকার পপস্টার রিহানা। গত মঙ্গলবার রিহানা কৃষক বিক্ষোভের ওই লিঙ্ক শেয়ার করে লেখেন, কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?”
তারপরই টুইটারে ভারতের কৃষিবিল বিরোধীতায় বসা নারীদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন মিয়া। তার মতে, ভারতের রাজধানীতে ২৬ জানুয়ারি যা ঘটেছে তা মানবাধিকারকে লঙ্ঘন করে। তিনি লেখেন, ‘ কী ঘটছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা নয়া দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে’। এর ফলে আন্তর্জাতিক মহলে অস্বস্তিতে পড়ে ভারত।

Leave a Reply

Your email address will not be published.