ওয়েবসাইটে হালনাগাদ তথ্য নেই নৌ-পরিবহণ করপোরেশনের

প্রশান্তি ডেক্স ॥ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ওয়েবসাইট দীর্ঘদিন থেকে হালনাগাদ করা হচ্ছে না। ওয়েবসাইটটি হাল নাগাদ না করায় অনেকেই তথ্য সংগ্রহ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ছেন। ওয়েবসাইট ঘেটে দেখা গেছে, চেয়ারম্যানসহ ৯৬ জন কর্মকর্তার নাম রয়েছে সেখানে। কারো কারো নামের পাশে মোবাইল ফোন নম্বর ও ই-মেইলের ঠিকানা থাকলে অনেকের নামের সাথে মোবাইল ফোন নাম্বার ও ইমেইল ঠিকানা নেই। ওয়েব সাইটে নারায়নগঞ্জ, বাদামতলি ঘাট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, আরিচা, দৌলতিয়া, শিমুলিয়া, ঢাকাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাদের নাম ও মোবাইল ফোন নম্বর দেয়া রয়েছে।
নদীর নাব্যতা সংকটে উত্তরাঞ্চলে কতগুলো নৌরুট বন্ধ রয়েছে এ তথ্যের জন্য ওয়েবসাইটে থাকা আরিচা অফিসের ইঞ্জিনিয়ার এনামুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন ওইখানে নেই। আমি এ তথ্য বলতে পারব না। তিনি বলেন, ওয়েবসাইটটি আপগ্রেড না করার কারণে আমার নামটি এখনো সেখানে রয়ে গেছে। তিনি আব্দুস ছাত্তার নামে এক এজিএময়ের সাথে যোগাযোগ করতে বলেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনিও বলেন আমি সেখানে নেই।
ওয়েবসাইটে তার নাম থাকা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইটি বিভাগ দেখে তাদের বলে ওয়েবসাইটটি আপগ্রেড করার কথা বলা হবে। ওই ওয়েবসাইটের আরও একাধিক কর্মকতার মোবাইল নাম্বারে যোগাযোগ করে কারোটি বন্ধ পাওয়া গেছে। আবার কেউ ওয়েব সাইটের উল্লেখিতস্থানে নেই বলে জানিয়েছেন। তবে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, প্রায় ২ বছর থেকে ওয়েবসাইটি আপগ্রেড করা হচ্ছে না। ফলে তারাও বিব্রত অবস্থায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.