কসবায় করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী প্রথমদিন টিকা পেলেন ৬ জন স্বাস্থকর্মী

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল (৭ ফেব্রুয়ারি) রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। উদ্বোধনী দিনে প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান। পরে আরো ৫ জন স্বাস্থ্যকর্মী টিকা গ্রহন করেন। ডাঃ আসাদুজ্জামান টিকা নেয়ার পর বলেন তিনি সুস্থ এবং স্ব্ভাাবিক আছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। রোববার পর্যন্ত রেজিষ্ট্রেশনের মাধ্যমে ২৩৬ জন টিকা গ্রহনের তালিকায় অন্তভূক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ হাজার ১০০ টিকা গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে আনা হয়। প্রতি জনকে ২ ডোজ করে টিকা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, এবং স্বাস্থ্যকর্মীগন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরূপ পাল।

Leave a Reply

Your email address will not be published.