কারাগার ভেঙ্গে গ্যাং লিডারের পলায়ন, জেল পরিচালকসহ নিহত ৮

আন্তজার্তিক ডেক্স ॥ পাঠের সময় : ০.৭ মিনিটহাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে সহিংসতায় জেলখানার এক পরিচালকসহ বেশ অন্তত ৮ জন নিহত হয়েছেন। কারাগারটি ভেঙ্গে অনেক আসামী পালানোর পর সেখানে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। হাইতির জাতীয় পুলিশের মুখপাত্র গরি দেসরোসিয়ার্স বলেন, ‘ওই কারাগারে সহিংসতায় বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফ নিহত হয়েছেন। তিনি বেসামরিক কারাগার ক্রইক্স দেস বৌকুয়েটস’র দায়িত্বে ছিলেন।’ সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি আরো বলেন, এসময় ‘অনেক আসামি পালিয়ে গেছে।’ এএফপি’র এক ফটোগ্রাফার জানান, কারাগারের আশেপাশের বিভিন্ন রাস্তায় গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এই কারাগারের কয়েকজন আসামী জানান, দুপুরের দিকে তারা গোলাগুলির শব্দ শুনতে পান। জেলখানা ভেঙ্গে আসামি পালানোর বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। এ ঘটনায় কারাগারের নিরাপত্তা রক্ষায় পুলিশ পাঠানো হলে তারা বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর এএফপি’র।

Leave a Reply

Your email address will not be published.