ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় নিখোঁজের একদিন পর শওকত হোসেন (২০) নামে এক ড্রেজার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা গ্রামের একটি কবরস্থানের বাঁশঝাড় থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কাশিপুর। সে ওই গ্রামের আইয়ুব আলীর পুত্র। এ ঘটনা কসবা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের ফুফাত ভাই আইনুল হক জানান, গত ১৫ ফেব্রুয়ারি নিজ বাড়ী থেকে স্ত্রীর শাহিদা আক্তারের সাথে অভিমান করে কসবা উপজেলার রাইতলা গ্রামের মো.ইয়াছিন মিয়ার ড্রেজারে কাজ করতে তার কাছে চলে আসে শওকত। সেখানে তিনদিন কাজ করার পর গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টার পর থেকে নিখোঁজ হয় শওকত। তাকে কোথাও খোঁজে না পেয়ে তার নাম্বারে বার বার ফোন করে আইনুল । ফোন বাজলেও কেউ ফোন রিসিভ করেনি। পরে আইনুল গ্রাামের বাড়িতে শওকতের নিখোঁজের বিষয়টি তার বাবা আইয়ুব আলীকে জানায়। পরিবারের লোকজন সকল আত্মীয়ের বাড়িতে যোগাযোগ করলেও খোঁজ মেলেনি শওকতের। পরে গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে রাইতলা গ্রামের একপাশে অবস্থিত একটি কবরস্থানে বাঁশ ঝাড়ের ভিতরে মাহতাব মিয়া নামে স্থানীয় একজন দেখতে পায় শওকতের ঝুলন্ত লাশ। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে বাঁশ ঝাড়ের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে। আইনুল আরো জানায় স্ত্রীর সাথে অভিমান করে হয়তো শওকত আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছে তার পরিবার। মরদেহের পাশেই পরে ছিলো মোবাইলটি । ওই মোবাইলে সর্বশেষ নাম্বারটি ছিলো তার স্ত্রী শাহীদার এমনটাই জানায় নিহতের ফুফাতো ভাই আইনুল হক। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভ’ইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; উপজেলার রাইতলা গ্রামের একটি কবরস্থানের বাঁশ ঝারের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় শওকত নামে ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যা করেছে বলেই ধারনা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post