আন্তজার্তিক ডেক্স ॥ মিয়ানমারে অভ্যুত্থানের সঙ্গে জড়িত ছয় সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। দেশটি জানিয়েছে, ব্রিটিশ কোম্পানির ওই সেনাদের সম্পৃক্ত ফার্মের সঙ্গে ব্যবসা করা উচিৎ হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য নতুন করে যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে অন্যতম মিয়ানমারের সেনা প্রধান মিন অং লাইং। এছাড়া আরও রয়েছে প্রশাসন কাউন্সিলের পাঁচ সদস্য। ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা মিয়ানমারের সঙ্গে সকল বাণিজ্যিক অগ্রগতি প্রত্যাহার করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক বিবৃতিতে বলেছেন, আজকের এই পদক্ষেপ মিয়ানমারে সামরিক শাসনের কাছে একটি স্পষ্ট বার্তা যে যারা মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাব দিতে হবে। এবং কর্তৃপক্ষকে অবশ্যই মিয়ানমারের জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতে হবে। গত এক ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর দেশটিতে লাগাতার বিক্ষোভ চলছেই। অভ্যুত্থানের বিরুদ্ধে হাজার হাজার মানুষ পথে নেমেছে।