সামরিক অভ্যুত্থানের চেষ্টা সম্পর্কে সতর্কবার্তা আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান সেখানে সামরিক অভ্যুত্থানের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তারা তাকে এবং তার সরকারকে পদত্যাগ করতে বলেন। পাশিনিয়ান এ সপ্তাহে আরো আগের দিকে সেনাবাহিনীর উপ-প্রধানকে বরখাস্ত করার পর সেনাবাহিনীর জেনারেল স্টাফ থেকে এই দাবি আসে। সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই গতকাল সেনাবাহিনীর জেনারেল স্টাফ অনিক গ্যাসপারিয়ানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন এবং একই সঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা। কারণ, দেশে এখন যা ঘটছে তাকে আমি সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছি। পাশিনিয়ান এবং বিরোধী দলগুলো তাদের সমর্থকদের আর্মেনিয়ার রাজধানীতে সমবেত হওয়ার ডাক দিয়েছেন। —ভয়েস অব আমেরিকা

Leave a Reply

Your email address will not be published.