আগুন নিয়ে না খেলতে রাশিয়ার কড়া হুঁশিয়ারি

আন্তজার্তিক ডেক্স ॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনিকে বিষপ্রয়োগের অভিযোগে রাশিয়ার কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে রাশিয়া বলেছে, আগুন নিয়ে খেলবেন না। এএফপি। গত মঙ্গলবার নাভালনির বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন নতুন করে রাশিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করলে ওয়াশিংটন ও ব্রাসেলসের ওপর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তোলে ক্রেমলিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়েছিল গত বছরের ২০ আগস্ট। এর ফলে সাইবেরিয়া থেকে আকাশপথে মস্কো যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তাঁকে মস্কো শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে জার্মানিতে নেওয়া হয় চিকিৎসার জন্য। পরে জার্মান সরকার জানায়, নাভালনির ওপর নোভিচক গ্রুপের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। যদিও রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে সুস্থ হয়ে মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে নামার পর ৪৪ বছর বয়সী নাভালনিকে আটক করে রুশ পুলিশ। পরে তাকে ৩০ দিনের আটকাদেশ দেয় রুশ কর্তৃপক্ষ। এরপর এক রায়ে নাভালনির আড়াই বছরের জেল হয়। রাশিয়ার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারির ফলে মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ২০১৪ সালের পর সম্পর্কে আরও বড় চিড় ধরবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কারণ, ইতিমধ্যে ওয়াশিংটন ও ব্রাসেলসের সঙ্গে খারাপ সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষতি তারা করে ফেলেছে।’

Leave a Reply

Your email address will not be published.