জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক ঘোষিত অস্তিত্বহীন আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে কসবায় নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক ঘোষিত অস্তিত্বহীন উপজেলা বিএনপির ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সংম্মেলন করেছেন নেতা-কর্মীরা। তাদের দাবী আগামী ৮ মার্চ এর মধ্যে ঘোষিত কমিটি বাতিল করা না হলে নিয়মতান্ত্রিকভাবে বৃহত্তর কর্মসূচী গ্রহন করা হবে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১১টায় কসবা প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.ইকলিল আজম। এসময় উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো,ইলিয়াছ , সাবেক সহ-সভাপতি মো.মোখলেছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল ইসলাম ভ’ইয়া,বিএনপি নেতা বেনজীর আহাম্মদ রাশু, সাবেক পৌর সভাপতি মো.আশরাফ আলী ও সাধারন সম্পাদক মো.আলমগীর, যুবদল সভাপতি কামাল উদ্দিন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, লন্ডনে তারেক রহমানের সাথে থাকা আবদুর রহমান সানির ভাই জনৈক কবির আহাম্মদ জেলা বিএনপি’র আহ্বায়ককে প্রভাবিত করে অস্তিত্বহীন উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটি গঠন করে দলের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাদের নিজস্ব প্যাকেজ বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে পুরনো কমিটি গত ৮ ফেব্রুয়ারি ভেংগে দেন। যা সম্পুর্ন অবৈধ ও গঠনতন্ত্র বিরোধী। এ বিষয়ে ৪০ জন ত্যাগী ও জেল জুলুমে অত্যাচারিত নেতাকর্মীরা জেলা কমিটির সংগে দীর্ঘ বৈঠক করে ঘোষিত নতুন কমিটি বাতিল করতে বলেন। কিন্তু তারা নিবেদিত নেতাকর্মীদের কোনো কথায় কর্ণপাতই করেননি। উপজেলা বিএনপি সাবেক সভাপতি মো.ইলিয়াছ বলেন; অর্থের বিনিময়ে এসমস্ত কমিটিগুলো করা হচ্ছে। কবির আহাম্মদ ভূইয়ার বড়ভাই আবদুর রহমান সানি বিএনপি চেয়ারপারসনের পুত্র লন্ডন প্রবাসী তারেক রহমানের ঘনিষ্টজন। এই সম্পর্কের সূত্র ধরে এরা কসবা ও আখাউড়ায় বিএনপিকে ধ্বংস করে ফেলছে। নবগঠিত উপজেলা বিএনপি আহ্বায়ক এডভোকেট ফখরুদ্দিন আহাম্মদ খান ও সদস্য সচিব শরীফুল হক স্বপন কখনো বিএনপির আন্দোলন সংগ্রামে থাকেন না। অপরদিকে সদস্য সচিব শরীফুল হক স্বপন ও পৌর আহ্বায়ক সালাউদ্দিন শাহীন একজন চিহ্নিত মাদক চোরাকারবারী, যাকে পৌর সদস্য সচিব করা হয়েছে তিনিও সাপের বিষ ও অস্ত্র নিয়ে সিলেটে ধরা খেয়ে মামলার অভিযুক্ত হয়েছেন। কমিটিগুলো করা হয়েছে এদের অধিকাংশই গত ২০/২৫ বছর যাবত বিএনপির কোনো কর্মকান্ডে সম্পৃক্ত নন।
সংবাদ সম্মেলনে সাবেক সহ-সভাপতি মো.মোখলেছুর রহমান বলেন; আমরা চাই দলীয় হাইকমান্ড তারেক রহমান সাহেব দ্রুত বিএনপি রক্ষার জন্য এই অবৈধ কমিটি বাতিল করে ত্যাগীদের নিয়ে কমিটি করা হোক।

Leave a Reply

Your email address will not be published.