আন্তজার্তিক ডেক্স ॥ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর জেদ্দার একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। গত বৃহস্পতিবার হুতি সামরিক বাহিনীর একজন মুখপাত্র এক টুইটার পোস্টে এ দাবি করেছেন। খবর আল-জাজিরা ও ইকোনমিক টাইমসের।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক টুইটার পোস্টে জানিয়েছেন, ভোরে পাখাওয়ালা একটি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয় এবং সেটি লক্ষ্যে আঘাত হেনেছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। এদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দিয়েছে তারা। এর আগে ২০২০ সালের নভেম্বরে একই স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুতিরা। তখন আরামকো জানিয়েছিল, ক্ষেপণাস্ত্রটি একটি স্টোরেজ ট্যাংকে আঘাত হেনেছে আর এতে সরবরাহে কোনও বিঘ্ন ঘটেনি।