ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুর কাওসার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন সহকরী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভ’ইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মো.সোলেমান খান, বর্তমান সভাপতি আবদুল হান্নান, অপরাধপত্র সম্পাদক খ.ম হারুনুর রশীদ ঢালী, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান ও বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন। এসময় শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক শিকদার ও মীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.ফারুক আহাম্মদ।
এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপনে বিকেলে কসবা থানা পুলিশের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার আয়োজন করেছে। তাছাড়া দিবসটি পালনে কসবার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করে।