কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার (১৭ মার্চ) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেনঃ সহকারী কমিশনার (ভ’মি) হাছিবা খান, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আলমগীর ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মো.সোলেমান খান, বর্তমান সভাপতি আবদুল হান্নান, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন,বিনাউটি ইউপি সাবেক চেয়ারম্যান মো.মঞ্জুরুল আলম প্রমুখ। তাছাড়া দিবসটি পালনে ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান সিডিসি স্কুলে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে পৃথক পৃথক কর্মসূচী পালন করেছে।

Leave a Reply

Your email address will not be published.