বরগুনায় সড়ক দুর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ নিহত ২

প্রশান্তি ডেক্স ॥ বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থীসহ ২ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে আমতলী উপজেলার মহিষকাটা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সময় আরো দুইজন গুরুতর আহত হয়। এর মধ্যে প্রাইভেকারে থাকা মো. আনোয়ারুল হক (সাগর) এর অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন- বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী তৌফিক শিকদার (৪০) কলাপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক তুহিন মৃধা (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেটকারযোগে বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের তৌফিক, তুহিন ও অপর এক আরোহী ব্যবসায়ী আনোয়ারুল হক (সাগর) পটুয়াখালী যাচ্ছিলেন। এসময় পটুয়াখালী- কুয়াকাটা সড়কের মহিষকাটা বাস ষ্ট্যান্ডের কাছাকাছি পৌছলে প্রাইভেট কারটি একটি টমটমকে (টেম্পু) সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তৌফিক ও আরোহী তুহিন মৃধা প্রাণ হারান। আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুত্বর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সংবাদ পেয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published.