টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে। কিস্টোন এক্সএল পাইপলাইনের অনুমতি বাতিল করায় এ মামলা করা হয়েছে বলে এক বিবৃতিতে জানান টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন। খবর রয়টার্সের। বাইডেন দায়িত্ব নেওয়ার পর পরই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো— কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বিতর্কিত পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত। কানাডার আলবার্টা থেকে কিস্টোন এক্সএল পাইপলাইনের মাধ্যমে দৈনিক আট লাখ ৩০ হাজার অপরিশোধিত তেল পরিবহন করা হতো।
মামলায় বলা হয়, মার্কিন কংগ্রেস যে জ্বালানিনীতি তৈরি করেছে তা পরিবর্তন করার একতরফা অধিকার বাইডেনের নেই। মার্কিন সিনেটের জ্বালানিবিষয়ক কমিটির প্রধান জো ম্যানচিন গত মাসে এই পাইপলাইন নির্মাণ বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এ প্রকল্প কর্মসংস্থান তৈরি করছে এবং ট্রাক ও ট্রেনের মাধ্যমে তেল পরিবহন করার চেয়ে এটি নিরাপদ। টেক্সাসের ফেডারেল জেলা আদালতে এ মামলা করা হয়। মামলায় আরও যেসব অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বাদী হিসেবে রয়েছেন সেগুলো হলো— অ্যালাবামা, আরকানসাস, জর্জিয়া, ইন্ডিয়ানা, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহামা, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, ইউটাহ ও ওয়াইওমিং। তবে হোয়াইট হাউস থেকে এ মামলার বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published.