ফেরিওয়ালা

সাবেকুননাহারমুক্তা

আমি ফেরিওয়ালা, শব্দ ফেরি করি

শব্দ ফেরি করি ,শব্দ ফেরি করি ।

আমার আছে বাহারি রকমের শব্দ

পুরাতন ,সনাতন, আধুনিক শব্দ।

ঝাউবনে দমকা হাওয়ার শন শন ,

ইস্তাম্বুলের পথে প্রান্তরে তুষারের শব্দ।

বর্গী প্রতিহতে খণ্ড খণ্ড ঝড়ো যুদ্ধ,

আলিবর্দি খাঁর অস্ত্রের ঝনঝনানি।

হিরোশিমা নাগাসাকির বিভীষিকা,

আবাল ,বনিতা,বৃদ্ধের আত্মনাদ ।

ইরাক, আফগান,কাশ্মীর,সিরিয়ার

ক্ষুধার্ত শিশুর গুমরে গুমরে কান্না ।

সোমালিয়ার হাড্ডিসার ভুক্ষা মানুষের,

ভিক্ষার থালা হাতে করুন আকুতি ।

ইংরেজদের কড়ার নির্মম আঘাতে,

কৃষকের পৃষ্ঠদেশ রক্তাক্তের শব্দ ।

তিতুমীরের লড়াই,সিপাহী বিদ্রোহ;

অন্ধ ঘরের রুদ্ধ দ্বার ডাঙ্গার শব্দ ।

বিশ্বের বিস্ময় বাংলা ভাষার লড়াই,

আপামর জনতার শ্লোগানের শব্দ ।

বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে উদ্ধত ভাষণ,

১৯৭১এর রক্তক্ষয়ী ডামাডোল ।

লক্ষ শহিদের কবর খোঁড়ার শব্দ,

স্বাধীন দেশে পতাকা উড়ার শব্দ

নুশরাতদের পুড়িয়ে মারার শব্দ ,

আবরারদের নিঃশব্দ করার শব্দ।

ফুটপাতে শীত বস্ত্রহীন কুঁকড়ে থাকা

মানুষ গুলোর ঠকঠক কাঁপুনির শব্দ

শব্দ ভরা ঝুড়ি শব্দের ছড়াছড়ি,

স্ফুলিঙ্গে শব্দের ওজন ভারি।

শুকনো পাতার মর্মর শব্দ,

গুন গুন ভ্রমরের শব্দ ।

খুকীর কুটিকুটি হাসি র শব্দ,

দামাল ছেলের ঘুড়ির শব্দ ।

গায়ের পথে গরুর গাড়ি র শব্দ

নদীতে নৌকা চলার শব্দ ।

গুড়ো গুড়ো মেঘের শব্দ,

উঠানে বৃষ্টি ঝরার শব্দ

আমি ফেরিওয়ালা, শব্দ ফেরি করি;

শব্দ ফেরি করি,শব্দ ফেরি করি ।

Leave a Reply

Your email address will not be published.