প্রশান্তি স্পোর্স্টে ডেক্স ॥ নিয়মিতভাবেই ক্রিকেট মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। আইসিসিও দায়ী ক্রিকেটারদের কঠোর সাজা দিচ্ছে। তারপরেও থামছে না মাঠে ক্রিকেটারদের উগ্র আচরণ। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার হিসাবে বলছে, মাঠে আচরণবিধি ভঙ্গের তালিকায় বাংলাদেশ আছে দুই নম্বরে, শীর্ষে ইংল্যান্ড। মাঠে ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আইসিসি তৈরি করেছে কোড অব কন্ডাক্ট। এই কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলেই শাস্তি পেতে হয়।কোনো দল বা খেলোয়াড় কতবার আচরণবিধি ভঙ্গ করেছে, তার ভিত্তিতে একটি তালিকা প্রকাশ করেছে উইজডেন। মূলত কেপটাউন টেস্টের সেই বিখ্যাত বল টেম্পারিং কান্ডের পর থেকে অস্ট্রেলিয়া দলের আচরণগত পরিবর্তন তুলে ধরতেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের ক্রিকেটাররা আচরণবিধি ভঙ্গ করেছেন ১২ বার। তালিকার শীর্ষে আছে ইংলিশরা। এরপর বাংলাদেশের অবস্থান। টাইগাররা ভেঙেছে ৯ বার। তবে একটা জায়গায় বাংলাদেশ ইংল্যান্ডের চেয়েও এগিয়ে। ম্যাচপ্রতি বাংলাদেশ গড়ে ০.১২ বার আচরণবিধি ভেঙেছে, দুইয়ে থাকা ইংল্যান্ড ভেঙেছে ০.১১ বার। স্মিথ-ওয়ার্নারের বল টেম্পারিং কেলেঙ্কারির পর থেকে অস্ট্রেলিয়ার অবস্থান পাল্টে গেছে। অজিরা ২ বার কোড অব কন্ডাক্ট ভেঙেছে। একই অবস্থা আফগানিস্তান, আয়ারল্যান্ড ও পাকিস্তানেরও। সবচেয়ে কম আচরণবিধি ভেঙেছে জিম্বাবুয়ের ক্রিকেটাররা (১ বার)। অন্যদিকে নিউজিল্যান্ড ভেঙেছে ৩ বার। তালিকার তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ ভেঙেছে ৮ বার। ৫ বার কোড অব কন্ডাক্ট ভেঙেছে ভারত। শ্রীলঙ্কার নামের পাশে আছে ৪ বার কোড অব কন্ডাক্ট ভাঙার অভিযোগ।এদিকে আচরণবিধি ভেঙে সবচেয়ে বেশি ডিমেরিট পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা (২৪)। এই তালিকায় দুইয়ে আছে উইন্ডিজ (১৬ ডিমেরিট পয়েন্ট)। ১২ বার নিয়ম ভেঙে ইংলিশদের ডিমেরিট পয়েন্টও ১৩। তবে বাংলাদেশের নামের পাশে আছে ৯ ডিমেরিট পয়েন্ট।