নকল মেসি সেজে অনাথ শিশুদের আনন্দ দেন তিনি

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ ইরানিয়ান মেসি রেজার কথা সবারই জানা আছে। মেসির মতো দেখতে হওয়ায় তাকে জেলেও যেতে হয়েছিল। এবার জানুন মিসরের ‘মেসি’র গল্প। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি তো শিশুদের কাছে দেবদূত। সেই মেসিকে কাছে পেয়ে খুবই খুশি মিসরের একটি অনাথালয়ের শিশুরা। তবে তিনি আর্জেন্টিনার মেসি নন; মিসরের এক চিত্রশিল্পী মেসি সেজে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে মিসরের জাগাজিগ শহরে। সেখানকার একটি অনাথ আশ্রমের শিশুরা মেসিকে নিজেদের মধ্যে পেয়ে আনন্দে ভেসে যায়। যাকে মেসি ভেবে শিশুদের এত আনন্দ, তিনি আসলে

মোহাম্মদ ইব্রাহিম ইসলাম বাট্টাহ। ২৭ বছর বয়সী এক মিসরীয় চিত্রশিল্পী। মেসির চেহারার সঙ্গে তার আশ্চর্য মিল আছে। সেই মিলের কারণেই তিনি শিশুদের আনন্দ দিতে পেরেছেন। শিশুদের আনন্দ দিতে ইব্রাহিম ইসলাম বাট্টাহকে মেসির মতো সাজতে হয়।
বার্সেলোনার জার্সি পরে নকল মেসি সেজে ইব্রাহিম ইসলাম বাট্টাহ একটি ক্লাবে শিশুদের সঙ্গে সময় কাটান। তাদের সঙ্গে ফুটবলও খেলেন। গণমাধ্যমকে ইব্রাহিম বলেন, যখন থেকে তিনি একটু একটু করে দাড়ি রাখতে শুরু করেছিলেন তখন থেকেই বন্ধুরা তাকে তার চেহারার সঙ্গে মেসির মিল খুঁজে পান। পরে দাড়ি আরো একটু বাড়লে বন্ধুরা বলেন যে, তাকে দেখতে একেবারে মেসির মতো। তাকে ঘিরে শিশুদের খুশি দেখে এই ছবি-আঁকিয়ের মন আনন্দে ভরে গেছে। তিনি নিজেকে ধন্য মনে করেছেন। তার কাছে শিশুদের আনন্দ দেওয়া মানে সৃষ্টিকর্তার আশীর্বাদ লাভ।

Leave a Reply

Your email address will not be published.