প্রশান্তি ডেক্স ॥ মানসম্মত ঘরোয়া ক্রিকেট, সমৃদ্ধ পাইপলাইন আর দুর্দান্ত সব তরুণ ক্রিকেটারে ভারতীয় দল এখন ভীষণ শক্তিশালী। একের পর এক ভারতীয় ক্রিকেটাররা অভিষেক ম্যাচেই নিজেদের জাত চেনাচ্ছেন। ভারতের এই তরুণ ক্রিকেটারদের দেখে অবাক পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ‘ভারত বোধ হয় কোনো মেশিন বসিয়ে রেখেছে। সেই কারখানা থেকে একের পর এক ক্রিকেটার তৈরি হচ্ছে’।
নতুন ক্রিকেটারদের খেলা দেখে মনে হচ্ছে না তারা প্রথমবার ভারতের জার্সি পরে খেলতে নামছেন। টেস্ট, ওয়ানডে ম্যাচ বা টি-টোয়েন্টি সব ফরম্যাটেই সাবলীল। অস্ট্রেলিয়া সফরে তিন ধরনের ক্রিকেটেই সফল হয়েছিলেন অভিষেক করা টি নটরাজন। এরপর একে একে ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর বা ইশান কিশান, ক্রুনাল পান্ডিয়া এবং প্রসিদ্ধ কৃষ্ণরাও নিজেদের জাত চেনাচ্ছেন। কদিন আগেই ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেছেন, তিনি এখন দুটি জাতীয় দল তৈরি করতে পারবেন।
ভারতের এই নতুন ক্রিকেটার তৈরিতে মুগ্ধ ইনজামাম বলেন, ‘তারা দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বার্তা দিচ্ছে, দলে থাকতে গেলে ভালো খেলতে হবে। অস্ট্রেলিয়া সফর থেকেই দেখছি সব ধরনের ক্রিকেটে প্রতি ম্যাচেই কোনো না কোনো নতুন তারকা ক্রিকেটার উঠে আসছে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণরাও ভালো খেলতে থাকায় দলের শক্তি অনেকটাই বেড়ে যাচ্ছে। তাদের কারণেই গত ছয় মাসে ভারতের খেলা অন্য উচ্চতায় চলে গেছে।’