প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ হিটলারের নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাণে বেঁচে যাওয়া চিকিৎসক ইস্টভান কোরমেনডি ৯৭ বছর বয়সে এসেও রোগীদের সেবা করে যাচ্ছেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদি হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিলেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েল। পরে বাধ্য হয়ে নিজের পরিচয় লুকিয়ে পড়াশোনা চালিয়ে যান। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নাৎসি
বাহিনীর কবল থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাও তার জন্য কঠিন ছিল। পরে দীর্ঘ সেই যুদ্ধে ভাগ্যক্রমে জীবন বেঁচে যায় তার। জানা গেছে, ইস্টভান কোরমেনডি হাঙ্গেরির রাজধানীতে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ সাল থেকেই চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। সেসময় থেকে বয়স ১০০ বছরের কাছাকাছি এসেও চিকিৎসক হিসেবে অবসর নেওয়ার কোনো ভাবনা নেই ইস্টভানের। তিনি বলেন, এটি আমার আবেগের জায়গা। আমি যতদিন শারীরিকভাবে সুস্থ আছি, ততদিন আমার রোগীদের সুস্থ করে যেতে চাই। আমার বাবাও চিকিৎসক ছিলেন। বাবার কারণেই চিকিৎসা পেশা গ্রহণে উৎসাহী হয়েছিলাম। বাবা চিকিৎসক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন।