কসবায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পাালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গতকাল শুক্রবার (২৬ মার্চ) কর্মসূচীর মধ্য ছিলো সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা, কেন্দ্রিƒয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে পুলিশ ও আনসার বাহিনীর কুচকাওয়াজ, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান, কাবাডি খেলা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী শোয়েব ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো.শফিকুল ইসলাম ভ’ইয়া রঙ্গু। এসময় শিক্ষক, সাংবাদিক,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নেপাল চন্দ্র সাহা ও নিবড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজ্জাকুল হায়দার চৌধুরী। সভার শুরুতে সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে তাদের হাতে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.