কসবায় প্রশাসনের মাস্ক বিতরন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় মহামারী করোনা পুনরায় আবার বাড়তে থাকলেও পথচারীদের মাঝে নেই সচেতনতা। অধিকাংশ লোকজনই মাস্ক পড়া ছেড়ে দিয়েছেন। তাই আবারো উপজেলা প্রশাসন পথচারী ও সাধারন মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে মাঠে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নেতৃত্বে উপজেলার পৌর শহরের পুরাতন বাজারে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পড়তে উদ্বুদ্ধ করছেন প্রশাসন। এসময় পথচারীদের মাঝে সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরন করা হয়। সচেতনতা বৃদ্ধি করতে কয়েকজন পথচারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয় । এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান; সাধারন মানুষ ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে ও নিয়মিত মাস্ক পড়তে বলা হয়েছে। পাশাপাশি পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে এবং কয়েকজনকে সামান্য অর্থদন্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.