কতদিন ক্রিকেট খেলবেন সাকিব? জানালেন নিজেই

স্পোর্স্ট ডেক্স ॥ আইপিএল খেলতে বর্তমানে ভারতে আছেন বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। মেনে চলছেন কোয়ারেন্টাইন। সেখানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বৃহস্পতিবার (০১ এপ্রিল) লাইভে একটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব। জানান, কতদিন খেলবেন ক্রিকেট। সাকিব আল হাসান বলেন, ‘ক্রিকেট ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। যতদিন পারবো, ততদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার। এখনই অবসর নিতে চাই না।’
সাকিব আরও বলেন, ‘ক্রিকেট যদি কেউ ভালবাসে। কারো মাঝে যদি অদম্য ইচ্ছা থাকে। তবে, কেউ তাকে দাবিয়ে রাখতে পারেনা। আমি মনে করি প্রতিভা থাকলে, সেটা বিকশিত হবেই। চেষ্টা চালিয়ে যেতে হবে শুধু।’ ভবিষ্যতে বাংলাদেশ দলের জন্য ক্রিকেটার তৈরি করতে তিনি নিজের দায়িত্ববোধ থেকে গড়ে তুলেছেন মাসকো সাকিব ক্রিকেট একাডেমি। এখান থেকে ভবিষ্যতে অনেকেই জাতীয় দলে সুযোগ পাবেন বলে মনে করেন সাকিব। প্রতিশ্রুতিশীলদের বৃত্তির ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তিনি। সাকিব বলেন, ‘মাসকো সাকিব একাডেমিতে অনেকেই আছেন। তাদের মাঝে চেষ্টা আছে ভাল ক্রিকেটার হওয়ার। আমি মনে করি ভবিষ্যতে এখান থেকে অনেকেই জাতীয় দলে সুযোগ পাবে। যারা এখানে ভালো করবে। তাদের জন্য বৃত্তির ব্যবস্থাও থাকবে।’

Leave a Reply

Your email address will not be published.