ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৮ মার্চ হেফাজত ইসলামের হরতালকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, শিশু একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, আবুদল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ, জেলা পরিষদ রেষ্ট হাউস, জেলা পরিষদ কার্যালয়, আওয়ামী সাধারন সম্পাদক আল মামুন সরকারের কার্যালয়, তাঁর শ্বশুর মরহুম ফরিদ উদ্দিনের বাড়ি, সদর ভ’মি অফিস, জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদকের বাড়ি, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শতাধিক স্থাপনা আগুনে পুড়িয়ে ভস্মিভ’ত করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা চেয়ারম্যান পরিষদের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ জেলা কমিটির সদস্য এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। তিনি দোষিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য জোরদাবী জানান। তিনি গতকাল স্থানীয় সাংবাদিকদের নিকট তাঁর স্বাক্ষরিত প্রতিবাদ লিপি প্রেরণ করেন।