মুসলিমদের ফাঁসিয়েছেন মমতাই, আব্বাসের বিস্ফোরক মন্তব্য

আন্তজার্তিক ডেক্স ॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মুসলিমদের ফাঁসিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন সেখানকার আরেক জনপ্রিয় রাজনীতিবিদ আব্বাস সিদিকি। গত বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক জনসভায় সংযুক্ত মোর্চার অন্যতম শরিক নেতা আব্বাস মমতাকে ইঙ্গিত করে বলেন, “কোথাও কিছু নেই মহরমে দুর্গাপূজার বিসর্জন বন্ধ করে দিল। কোন মুসলমান বলেছিল তোমাকে মহরমে বিসর্জন বন্ধ করতে? কে তুমি বিভাজনের বীজ পুঁতলে? কেন
তুমি সমাজে ফাঁসিয়ে দিলে মুসলমানদের? তোমার এই নাটকবাজির জবাব আমরা দেব।”আব্বাস আরও বলেন, “পশ্চিমবঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই ক্ষমতায় এসে ইমাম ভাতা চালু করলেন। তাতে আমাদের হিন্দু ভাইয়েরা মনে করলেন মমতা শুধু মুসলমানদের হয়ে গেছেন। মমতা খাতুন হয়ে গেছেন। তাতে সমাজে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হল। কিন্তু মুসলমানদের লাভের লাভ কী হল? ইমামের ঘরে ছেলেমেয়েরা কি চাকির পেল? মুসলমানদের ঘরের ছেলেমেয়েদের শিক্ষায়, কর্মসংস্থানে সুবিধা হল? হল না। শুধু বোকা বানাল।” সূত্র: দ্য ওয়াল

Leave a Reply

Your email address will not be published.