পালিয়ে গেলেন শিক্ষকরা, ৬ কোচিং সেন্টার সিলগালা

প্রশান্তি ডেক্স ॥ দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল কোচিংসহ সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বগুড়ায় কোচিং সেন্টার পরিচালনা করার অপরাধে ছয়টি কোচিং ও ব্যাচভিত্তিক প্রাইভেট হোমকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার শহরের জলেশ্বরীতলা এলাকায় বিকেল ৪টা রাত ৮টা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এগুলো সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, ‘সরকারি নির্দেশনা অমান্য করে জলেশ্বরীতলায় কোচিং এবং ব্যাচভিত্তিক প্রাইভেট হোমগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টার এবং প্রাইভেট শিক্ষকেরা পালিয়ে যান। পরে ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।’ তিনি আরো বলেন, করোনার সংক্রমণ রোধে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.