প্রশান্তি ডেক্স ॥ শৌচাগারে ঢুকে পুরুষের নগ্ন ভিডিও করা তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ যে কিনা বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরবে। এই সব মাথায় গোবর ভরা মেয়েরা কি করে ‘মিস ইউনিভার্স’ হয় ? কোন যোগ্যতায় ? প্রচলিত ধারনাটি হচ্ছে ”Beauty without brain is nothing.” অর্থাৎ সৌন্দর্যের সাথে মেধার সম্মিলন না ঘটলে সেই রূপের কোন অর্থ নেই। ইতিপূর্বে আমরা মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেখেছি কেবল রূপ নয় মেধার জোরও লাগে। শেষ রাউন্ডটিতে মেধারই জয় জয়কার। উদ্যোক্তারা কি ধরেই নিয়েছেন বাংলাদেশের নির্বাচিত সুন্দরীরা ওই পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে না, নাকি অন্য কিছু? এবারের নির্বাচনে অনেক মেধাবী প্রতিশ্রুতিশীল মুখগুলো টপকে যে বিজয়ী হল সে সকলের পূর্ব পরিচিত নামকরা মডেল, সিনেমার নায়িকা। বিচারকরা তার প্রতি আগে থেকেই খানিকটা পক্ষপাতদুষ্ট ছিলেন নাতো ? বাংলাদেশে সত্যিই কি মেধার আকাল? নাকি ইদানীংকালে বাংলাদেশের ইয়াং সুন্দরী মেয়েদের নৈতিক অধঃপতন কিংবা অবক্ষয়কেই স্মার্টন্যাস হিসেবে গণ্য করা হয়? লেখক : সম্পাদক, পূর্ব-পশ্চিম বিডি ডট নিউজ
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post