ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা উপজেলার বায়েক ইউনিয়নে নয়নপুর বাজারে অগ্নিকান্ডে ১৩টি ফলের দোকান ও ৩টি পানের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। দোকান ও ফলমুলসহ প্রায় ২৮ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী। জানা যায়; গত বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার নয়নপুর বাজারে ফলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে কসবার কুটি-চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভায়। কুটি-চৌমুহনী ফায়ার সার্ভিস কর্মকতা আবদুল্লা খালিদ জানান; নয়নপুর বাজারের আগুন লাগার খবর পেয়ে দমকল বাহীনির লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কেউ হতাহত হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান; আইনমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে তাদের ত্রান দেয়া হবে।