আন্তজার্তিক ডেক্স ॥ জব্দ করে রাখা দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজ ছেড়ে দিয়েছে ইরান। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রি বাবদ সাতশ কোটি ডলার পাওনা নিয়ে টানাপড়েনের মধ্যেই এই উদারতা দেখালো তেহরান।
জানা গেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার অজুহাতে ওই অর্থ ইরানকে পরিশোধ করছে না দক্ষিণ কোরিয়া। এ নিয়ে তেহরান ও সিউলের মধ্যে গত কয়েক মাস ধরে টানাপড়েন চলছে। এদিকে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস চলতি বছরের জানুয়ারি মাসে হানকুক চিমনি নামক ওই ট্যাঙ্কার আটক করে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ট্যাঙ্কার ছেড়ে দিয়েছে ইরান। এরপর সেই ট্যাঙ্কার নিরাপদে ফিরে গেছে। ট্যাঙ্কারটিতে ক্যাপটনসহ ১২জন ক্রু ছিল। সবাইকে ছেড়ে দিয়েছে তেহরান। ক্রু সদস্যরা ট্যাঙ্কারের দেখভালের জন্য সেখানে থেকে গিয়েছিলেন। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই তাদের ইরান ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তখন তারা চলে যাননি।
সূত্র: আল-জাজিরা