ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসক্লাব ভাংচুর ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদেকসবায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ একাধিক সাংবাদিকের উপর হামলা এবং সারাদেশে সাংবাদিকদের উপর হেফাজতের হামলার প্রতিবাদে গতকাল রবিবার (৪ মার্চ) কসবা প্রেসক্লাবের উদ্যোগে স্বাধীনতা চত্ত্বরে কসবায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, বীরমুক্তিযোদ্ধা এম. এইচ শাহআলম, বীরমুক্তিযোদ্ধা এ.বি.এম শাহজাহান, কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহআলম, সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, প্রেসক্লাব যুগ্ম সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল পাক্ষিক অপরাধপত্র পত্রিকার সম্পাদক খ.ম. হারুনুর রশিদ ঢালী প্রমুখ। হেফাজতীদের হামলায় ব্রা‏হ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। মাবনবন্ধন ও প্রতিবাদ সভায় এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক ও উপস্থিত নেতৃবৃন্দ। বক্তাগন হেফাজত ইসলামের সাথে সংযুক্ত হয়ে যারা এ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে তাদেরকে খুজেঁ বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published.