‘হামার কিসের করোনা ফরোনা, ওগুলা ধরবে বড় লোকক’

পীরগাছা (রংপুর) প্রতিনিধি ॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে বিধিনিষেধ দিয়েছে সরকার। কিন্তু রংপুরের পীরগাছায় স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকার কারণে বিধিনিষেধ কোনো কাজে আসছে না। নজরদারীর অভাবে আগের মতোই চলছে সকল কার্যক্রম। উপজেলার হাট-বাজারগুলো ৪টার পূর্বে নয়, পরেই বসছে। তা চলছে গভীর রাত পর্যন্ত। কোথাও সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। মাস্ক নেই ক্রেতা বিক্রেতারদের মুখে। গাদাগাদি করে চলছে ক্রয়-বিক্রয়।
গত বুধবার ও মঙ্গলবার বিকাল ৪টার পরে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। আগের মতো স্বাভাবিক নিয়মে হাট-বাজারগুলো চলার ফলে অনেকে মারাত্মক করোনা ঝুঁকির শঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সাথে জনসাধারণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো উচিৎ। উপজেলার সাতদরগাহ, পাওটানা, তাম্বুলপুর, কান্দি, চৌধুরাণী, দেউতি ও অন্নদানগরসহ বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায়, সব ধরনের দোকান খোলা রাখা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা সামাজিক দূরত্ব কিংবা মাস্ক ব্যবহার করছে না। আগের মতোই চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন লোকজন।
উপজেলার পাওটানার হাটে বাজার করতে আসা ষাটোর্ধ্ব বৃদ্ধ নজরুল ইসলাম বলেন, হামার (আমাদের) কিসের করোনা ফরোনা। ওগুলা ধরবে বড় লোকক (বিত্তবান)। হামরা গরিব মানুষ। হামার কোনো করোনা ধরবার নয়। গত বছর এরকম সময়ে আর্মি দাবরাইছে। এবার হাট-বাজারে আসলে কেউ কিছু কয় না।
অন্নদানগর হাটের ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, প্রশাসনের কোনো তৎপরতা নাই। আগের মতোই চলছে হাট-বাজার। সব ধরনের দোকান খোলা। সারাদিন দোকান খোলা রাখলেও ৪টার পর বেচা বিক্রি শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে। পীরগাছায় বেসরকারি এক সংস্থার চাকরিজীবী এনামুল হক জানান, পীরগাছা উপজেলায় লকডাউনে কোনো বিধিনিষেধ মানা হচ্ছে না। বিধিনিষেধের সময় উপজেলায় চরম বিশৃঙ্খলা চলছে। প্রশাসনের কোনো তৎপরতা না থাকায় স্বভাবিকভাবে চলছে সকল কার্যক্রম। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন বলেন, বিধিনিষেধের সময় গত দুই দিনে স্বাস্থ্যবিধি না মানায় এক জনকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.