ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় পাচারকালে গাঁজা ও ইয়াবা সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার গুরুহিত চৌরাস্তার মোড় ও শাহপুর গ্রামে অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতদের মধ্যে ২জন নারী ও ৪ পুরুষ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬ কেজী ভারতীয় গাজা ও ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জাওয়ানী গ্রামের হাছান খানের মেয়ে বেদানা আক্তার (৩৮), ময়মনশিংহ জেলার ফুলপুর থানার আজমপুর গ্রামের হেকমত আলীর মেয়ে জেসমিন আক্তার (২৬), সহযোগি কসবা উপজেলার কুইয়াপানিয়া গ্রামের মৃত জজু মিয়ার ছেলে আবুল মিয়া (৪৬) ও খিরনাল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪), উপজেলার শাহপুর গ্রামের দুলু মিয়ার ছেলে একরাম হোসেন (৩৫) ও একই গ্রামের আবদুল মালেকের ছেলে খোকন মিয়া (৩০)। কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর ভ’ইয়া বলেন; গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা ও ইয়াবা সহ ৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।