ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আমরা বহু কষ্ট করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করেছি। উন্নয়নের এই ধারাবাহিকতা আমরা কাউকে নষ্ট করতে দিবোনা এবং এই ধারাবাহিকতা যারা নষ্ট করার চেষ্টা করবে আইনানূগভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং শাস্তি দেব। যারা বাংলাদেশকে ভালবাসে তারা অবশ্যই দেশের উন্নয়ন চাইবে। কিছু লোক আছে যারা ব্যক্তিগত স্বার্থ ক্ষুন্ন হলে লেখালেখী করে উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে চায়। তাদের চিহ্নিত করে রাখুন। এসকল রাষ্ট্রবিরোধীদের আমরা ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করবো। গত দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাড়েরা ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের গৃহ নির্মানের জন্য খাস জমিতে মাটি ভরাট কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আশ্রয়নের ২য় পর্যায়ে উপজেলায় ভূমিহীন অসহায় দরিদ্র পরিবারের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। এই কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার খাড়েরা ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ১২.৩৫ একর জায়গা নির্ধারন করেছেন উপজেলা প্রশাসন। এখানে পর্যায়ক্রমে ভরাট করে ৪৫০ টি ভূমিহীন দরিদ্র অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হবে। প্রতি পরিবারকে ২ শতাংশ জায়গাসহ একটি ঘর করে দেয়া হবে সরকারী অর্থায়নে। এসময় আইনমন্ত্রী আনিসুল হক এমপি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এলাকার প্রান্তিক কৃষকের ধান কেটে সহজে ঘরে তোলার জন্য অর্ধেক ভর্তুকির মাধ্যমে ৫টি হারভেস্টার মেশিন ও প্রান্তিক কৃষকদের মাঝে সার,বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহবায়ক এমজি হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপকারভোগী মানুষ ও স্থানীয় কৃষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post